সংক্ষিপ্ত বিবরণঃ
দ্যা ইউনিভার্সিটি অফ সাউদার্ন মেইন (USM) , যুক্তরাষ্ট্রের মেইনে অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। পোর্টল্যান্ড, গোরহাম এবং লেভিস্টনে এর ক্যাম্পাস রয়েছে। গোরহাম নরমাল স্কুল এবং মেইন ইউনিভার্সিটি নামে দুটি আলাদা স্টেট ইউনিভার্সিটি হিসেবে যাত্রা শুরু করলেও, পরবর্তীতে ১৯৭০ সালে স্টেট ইউনিভার্সিটি দুটি একত্রে দ্যা ইউনিভার্সিটি অফ সাউদার্ন মেইন হিসেবে পরিচালিত হয়। সেই সাথে পাবলিক ইউনিভার্সিটি হিসেবে স্বীকৃতি পায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে। এই বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং, ইতিহাস, কলা, প্রকৌশল, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করতে পারবেন।
বিষয়সমূহ:
- অ্যাকাউন্টিং
- ইতিহাস
- কলা
- প্রকৌশল
- তথ্য প্রযুক্তি
- বিজ্ঞান
- ব্যবসায় শিক্ষা
আবেদনের যোগ্যতাঃ
স্নাতক পর্যায়ে ভর্তিইচ্ছুক, যেসকল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে, তাদের পূর্ববর্তী একাডেমিক ফলাফলের ওপর ভিত্তি করে বৃত্তি দিয়ে থাকে।
এক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের মানদন্ড মেনে, ভর্তি হওয়ার পর শিক্ষারথীকে বৃত্তির জন্য মনোনীত করা হয়ে থাকে। কত জন শিক্ষার্থী বৃত্তি পাবে, সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারণ করে। অধিকাংশ ক্ষেত্রে, একাধিক শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়।
বৃত্তি চার্টঃ
বৃত্তির নাম | জিপিএ | বৃত্তির পরিমাণ | যারা পাবে |
ইউএসএম স্কলার | ২.৭৫-২.৯৯ | ৮,০০০ ডলার/বছর | প্রথম বর্ষের শিক্ষার্থী |
ডিরিগো স্কলার | ৩.০-৩.৪৯ | ১০,০০০ ডলার/বছর | প্রথম বর্ষের শিক্ষার্থী |
প্রেসিডেন্ট’স স্কলার | ৩.৫ | ১২,০০০ ডলার/বছর | প্রথম বর্ষের শিক্ষার্থী এবং ট্রান্সফার শিক্ষার্থী |
আবেদনের শেষ তারিখঃ ১৫ই আগস্ট, ২০২০।
আবেদন লিংকঃ https://usm.maine.edu/international/international-funding
প্রয়োজনীয় তথ্য পেতে এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং ফেসবুকে আপডেট পেতে https://www.facebook.com/Alimul.Blog – এই পেজের সাথে যুক্ত থাকুন।
কোনো বিষয়ে প্রশ্ন থাকলে, অবশ্যই কমেন্ট করুন। শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
বিঃদ্রঃ এই ওয়েবসাইট শুধুমাত্র সঠিক এবং ভেরিফাইড তথ্য শেয়ার করা থাকে, এবং তথ্য বা সেবা প্রদানের জন্য কোনো অর্থের দাবি করে না। যদি এই ওয়েবসাইটের নাম করে কেউ অর্থের দাবি করে তাহলে তার থেকে দূরে থাকুন এবং এডমিনকে অবহিত করুন।