সংক্ষিপ্ত বিবরণ:
বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা সংস্থা (SINGA) সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটি বিধিবদ্ধ বোর্ড।
প্রতি বছর বাংলাদেশী শিক্ষার্থীদের স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদেরকে ডক্টরেট (পিএইচডি) করার সুযোগ দিয়ে থাকে। যেখানে শিক্ষার্থীরা সম্পূর্ণ সরকারী অর্থায়নে সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, এবং প্রকৌশল বিষয়ে গবেষণার সুযোগ পেয়ে থাকে।
যেসব বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ থাকছেঃ
এশিয়া মহাদেশের সেরা এবং পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। আশা করি এতক্ষণে আন্দাজ করে ফেলেছেন, আমি কোন বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। একদম ঠিক ধরেছেন।
১। ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর , ২০২০ অনুযায়ী যার QS World Rank: 11 এবং QS Asia Rank : 01 .
২। ন্যানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি, ২০২০ অনুযায়ী যার QS World Rank: 12 এবং QS Asia Rank: 02 .
৩। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অফ টেকনোলজি এন্ড ডিজাইন, ২০২০ অনুযায়ী যার QS World Rank: 501-550 এবং QS Asia Rank: 77.
শিক্ষা ক্ষেত্রঃ শুধুমাত্র ডক্টরাল ( পিএইচডি )।
গবেষণা ক্ষেত্রঃ (অধ্যয়নের বিষয়)
- বায়োমেডিক্যাল সাইন্স।
- ফিজিক্যাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং।
সুযোগ-সুবিধাঃ
- সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত টিউশন ফি।
- প্রতিমাসে ২,০০০ সিঙ্গাপুর ডলার , উপবৃত্তি। পরবর্তীতে কোয়ালিফাইং পরীক্ষায় পাশ করলে উপবৃত্তি গিয়ে দাঁড়াবে ২,৫০০ সিঙ্গাপুর ডলারে।
- ভ্রমণ ভাতা ১,৫০০ সিঙ্গাপুর ডলার। ( একবার )
- সেটেলিং-ইন এলাউন্স ১,০০০ সিঙ্গাপুর ডলার। ( একবার )
সিঙ্গাপুরে থাকার খরচঃ (প্রতি মাসে)

আবেদনের নিয়মাবলীঃ
১. পিএইচডি গবেষণা প্রকল্পগুলি ব্রাউজ করুন
- আপানার গবেষণার বিষয় নির্বাচন করুন।
২. প্রয়োজনীয় কাগজপত্র
- পাসপোর্ট
- সম্প্রতি তোলা একটি পাসপোর্ট সাইজ ছবি। (Format: .jpeg or .png)
দ্রষ্টব্য: সিঙ্গা অফিসে কোনও হার্ড কপি মেইল করবেন না। সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে।
৩. নম্বরপত্র এবং সার্টিফিকেট
- নম্বরপত্র এবং সার্টিফিকেট ইংরেজি মাধ্যমে অনুবাদ বাধ্যতামূলক ।
- স্নাতক এবং / অথবা স্নাতকোত্তর এর নম্বরপত্র।
- যদি আপনার নম্বরপত্র বা সার্টিফিকেট না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয় কতৃপক্ষকে আপনার হয়ে একটি চিঠি প্রেরণ করতে হবে।
- ২ টি সুপারিশ পত্র ( অনলাইন এ জমা দিতে হবে )।
ঐচ্ছিক (অপশনাল)
- GRE / IELTS / TOEFL / SAT I & II / GATE Result.
- আপনার বিশ্ববিদ্যালয়ের কাছে আপনার নম্বরপত্র চাওয়া হতে পারে।
যোগাযোগঃ (ইমেইল)
আমার যত প্রশ্নঃ
https://www.ifaq.gov.sg/astar/apps/fcd_faqmain.aspx#TOPIC_210764
আবেদন লিংকঃ
https://app.a-star.edu.sg/sms/applicant/Login.aspx