সংক্ষিপ্ত বিবরনঃ
ফেসবুক একটি সামাজিক যোগাযোগের মাধ্যম। মার্ক জুকারবার্গ কর্তৃক ওয়েবসাইটি ২০০৪ সালের ৪ই ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। ২০১৯ সালের হিসেব অনু্যায়ী কোম্পানির আয় ছিলো ৭০.৬৯৭ বিলিয়ন মার্কিন ডলার।
প্রতিষ্ঠানটি পরবর্তী প্রজন্মের জন্য তাদের প্ল্যাটফর্ম এবং প্রোডাক্ট যথোপযোগী করতে কিছু নতুন ইঞ্জিনিয়ার খুঁজছে।
ফেসবুক তাদের ১৬ সপ্তাহের এই ইন্টার্নশিপে আগ্রহী প্রার্থীদেরকে আবেদনের জন্য উৎসাহ দিচ্ছে।
যেসব দায়িত্ব পালন করতে হবেঃ
- কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিনগুলোকে আরো উন্নত করতে গবেষণা
- ডেটা চালিত মডেলগুলোর উন্নতি সাধন
- ফেসবুকের প্রোডাক্ট ডেভেলাপমেন্ট
- টিম অনুযায়ী বিভিন্ন দায়িত্ব পালন
ন্যূনতম যোগ্যতাঃ
- বর্তমানে স্নাতকোত্তর বা পিএইচডি রয়েছে অথবা প্রক্রিয়াধীন
- নিয়োগের সময় অবশ্যই যে দেশে কাজ করতে যাবেন, সেখানের কাজের অনুমোদন থাকতে হবে
- সি++, জাভা, অথবা অন্য কোনো প্রোগ্রামিং ভাষায় দক্ষতা থাকতে হবে
অন্যান্য যোগ্যতাঃ
- ইন্টার্নশিপ শেষে ডিগ্রি প্রোগ্রামে ফিরে যাওয়ার মানসিকতা থাকতে হবে
- পরিমাণগত পদ্ধতির সাহায্যে বিশ্লেষণাত্মক সমস্যাগুলি সমাধান করার বিস্তৃত অভিজ্ঞতা
- বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত জটিল সব ডেটা সহজে বিশ্লেষণের দক্ষতা
- তাত্ত্বিক এবং গবেষণামূলক কাজের মধ্যমে কঠিন সমস্যা সমাধানের আগ্রহ থাকতে হবে
- জটিল সব গবেষণা স্পষ্ট, সুনির্দিষ্ট এবং কার্যক্ষম পদ্ধতিতে বোঝানোর ক্ষমতা থাকা বাঞ্ছনীয়
- মেশিন লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং এবং/অথবা ডিপ লার্নিং নিয়ে বিভিন্ন সিস্টেম তৈরির অভিজ্ঞতা থাকতে হবে
যোগ্য কিন্তু শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধীদের থাকার জায়গার ব্যবস্থা করে দিতে ফেসবুক আপনার পাশে রয়েছে। থাকার জায়গার প্রয়োজন হলে ইমেল করুন, [email protected] ।
আবেদনের শেষ তারিখঃ ৩০ জুন, ২০২০।
আবেদনের লিংকঃ https://www.facebook.com/careers/jobs/739925383116759/
প্রয়োজনীয় তথ্য পেতে এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং ফেসবুকে আপডেট পেতে https://www.facebook.com/Alimul.Blog – এই পেজের সাথে যুক্ত থাকুন।
কোনো বিষয়ে প্রশ্ন থাকলে, অবশ্যই কমেন্ট করুন। শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।