সংক্ষিপ্ত বিবরণঃ
দ্যা কুইন মেরি ইউনিভার্সিটি অফ লন্ডন (QMUL) ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৭৮৫ সালে লন্ডন মেডিকেল কলেজ হাসপাতালের একটি ফাউন্ডেশন হিসেবে এর যাত্রা শুরু হয়। ইংল্যান্ডের রাজা ষষ্ঠ জর্জের পত্নী মেরি অফ টেকের (Teck) – নামানুসারে এর নাম ছিলো কুইন মেরি কলেজ। ২০১৯-২০ সালের QS World University Rankings – এর মতানুসারে, কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিলো ১২৬ তম।
স্যার হেনরি ডেল, স্যার পিটার ম্যান্সফিল্ড, স্যার রোনাল্ড রস সহ অনেক বিখ্যাত ব্যক্তি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ৯ টি নোবেল প্রাইজ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের ঝুলিতে।
ICAEW ফাউন্ডেশন:
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (ICAEW )। যে সকল শিক্ষার্থীর পারিবারের মাসিক আয় ২৫,০০০ পাউন্ডের (২৬.৫ লক্ষ বাংলাদেশী টাকা প্রায়) কম, তারা এই বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবে।
সুযোগ-সুবিধা:
৩ বছরের এই প্রোগ্রামে, প্রতি বছর থাকার খরচ বাবদ ৪,০০০ পাউন্ড (৪.৫ লক্ষ বাংলাদেশী টাকা প্রায়) প্রদান করা হবে। শিক্ষার্থীগণ প্রতি বছর ডিসেম্বরে কুইন মেরি বুরসারি অফিস থেকে অর্থ সংগ্রহ করতে পারবে।
বিষয়:
- বিএসসি অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট
শিক্ষার্থী নির্বাচনের বিবেচ্য বিষয়:
- সকল দেশের নাগরিকের জন্য উন্মুক্ত
- পূর্ববর্তী ক্লাসের গ্রেড
- পূর্ববর্তী / বর্তমান কাজের অভিজ্ঞতা
- ব্যক্তিগত আর্থিক অবস্থা
- পরিবারের আর্থিক অবস্থা
- একাডেমিক ইন্টারেস্ট এবং মোটিভেশন
- ক্যারিয়ার অব্জেক্টিভ
বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়ে থাকলেই, কেবলমাত্র স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।
আবেদনের নিয়মাবলীঃ
স্কলারশিপে আবেদনের জন্য প্রদত্ত ফর্ম ডাউনলোড করে পূরণ করুন এবং [email protected] ইমেল ঠিকানায় পাঠিয়ে দিন। স্কলারশিপের জন্য মনোনীত শিক্ষার্থীকে, নতুন সেমিস্টার (২১ শে সেপ্টেম্বর) শুরুর আগেই মেইল করে জানিয়ে দেওয়া হবে।
ICAEW Bursary Application Form [DOC 54KB]
আবেদনের শেষ তারিখঃ বিকেল ৫ঃ০০ টা (BST), ১৮ আগস্ট ২০২০।
আবেদনের লিংকঃ https://www.qmul.ac.uk/scholarships/items/icaew-foundation-2020-bursary-.html
প্রয়োজনীয় তথ্য পেতে এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং ফেসবুকে আপডেট পেতে https://www.facebook.com/Alimul.Blog – এই পেজের সাথে যুক্ত থাকুন।
কোনো বিষয়ে প্রশ্ন থাকলে, অবশ্যই কমেন্ট করুন। শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।
বিঃদ্রঃ এই ওয়েবসাইট শুধুমাত্র সঠিক এবং ভেরিফাইড তথ্য শেয়ার করা থাকে, এবং তথ্য বা সেবা প্রদানের জন্য কোনো অর্থের দাবি করে না। যদি এই ওয়েবসাইটের নাম করে কেউ অর্থের দাবি করে তাহলে তার থেকে দূরে থাকুন এবং এডমিনকে অবহিত করুন।