সংক্ষিপ্ত বিবরণ:
জাপান-ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ বৃত্তি প্রোগ্রামটি উন্নয়নশীল দেশের নারী ও পুরুষদের জন্যে উন্মুক্ত। দেশের অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা পালন করতে পারে সেই লক্ষ্যে, শিক্ষার্থীদেরকে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে জাপান-ওয়ার্ল্ড ব্যাংকের যৌথ বৃত্তি প্রোগ্রাম (JJ/WBGSP) ।
অধ্যয়নের বিষয়ঃ
JJWBGSP, বিশ্বের বিভিন্ন দেশে ৩০টি বিষয়ে এবং JJWBGSP এর সহযোগী পার্টনার হিসেবে আমেরিকা, ইউরোপ এবং জাপানে ১০ টি বিষয়ে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে।
৩০ টি বিষয়ের তালিকাঃ https://www.worldbank.org/en/programs/scholarships/brief/jjwbgsp-preferred-programs
১০টি বিষয়ের তালিকাঃ https://www.worldbank.org/en/programs/scholarships/brief/jjwbgsp-partner-programs
শিক্ষা ক্ষেত্রঃ স্নাতকোত্তর
শর্তঃ
সফলতার সাথে ডিগ্রি অর্জনের পর নিজ দেশে ফিরে আসতে হবে এবং অর্জিত দক্ষতা ব্যবহার করে দেশের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করতে হবে।
সুযোগ-সুবিধাঃ
- সম্পূর্ণ যাতায়াত খরচ ( ইকোনোমি ক্লাস )
- টিউশন ফী
- প্রতি মাসের খরচ ( থাকা, খাওয়া, বই-খাতা ইত্যাদি )
- স্বাস্থ্য বীমা
আবেদনের যোগ্যতাঃ
- বিশ্ব ব্যাংকের সদস্য দেশের নাগরিক হতে হবে।
- দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়।
- সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
- ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে ( ৩ বছরের ডিগ্রি গ্রহণযোগ্য ) ।
- ব্যাচেলর ডিগ্রি গ্রহনের পর কমপক্ষে ৩ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
- স্কলারশিপ এর আবেদনের শেষ তারিখের আগে অবশ্যই JJ/WBGSP এর তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ে বিনা শর্ত সাপেক্ষে ভর্তি হতে হবে এবং যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে , সে দেশের নাগরিক হতে পারবেন না।
- বিশ্ব ব্যাংকে আপনার কোনো নিকটাত্মীয় থাকতে পারবে না, যিনি নির্বাহী পরিচালক বা তার সমান ক্ষমতাশালী ব্যক্তি।( নিকটাত্মীয়ঃ মা, বাবা, বোন, সৎ বোন , ভাই, সৎ ভাই, পুত্র, কন্যা, খালা, চাচা, ভাতিজি বা ভাগ্নে ) ।
আবেদনের লিংকঃ
https://app.wizehive.com/apps/JJWBGPreferred2020
আবেদনের শেষ তারিখঃ ২৩ এপ্রিল, ২০২০
গুরুত্বপূর্ণ লিংকঃ
http://www.worldbank.org/en/programs/scholarships
FAQ’s – http://pubdocs.worldbank.org/en/153601585661728709/2020-JJ-Preferred-FAQs.pdf