সংক্ষিপ্ত বিবরণঃ
গুগল কিক স্টার্ট হচ্ছে বিশ্বব্যাপী কোডিং প্রতিযোগিতা। গুগল ইঞ্জিনিয়ারদের দ্বারা ডিজাইন করা বিভিন্ন অ্যালগরিদমিক চ্যালেঞ্জের তিন ঘন্টার রাউন্ড নিয়ে এই প্রতিযোগিতাটি হয়ে থাকে। প্রতিযোগীরা বছর জুড়ে একটি রাউন্ড অথবা সব রাউন্ডে অংশগ্রহণ করতে পারে। কিক স্টার্ট প্রতিযোগীদের কোডিং দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে থাকে এবং গুগলে ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে।
অনলাইনে অনুষ্ঠিত হওয়ায় বিশ্বের যেকোনো প্রান্তে বসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে। প্রতিটি কিক স্টার্ট রাউন্ড সকল অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত এবং অংশগ্রহণের জন্য কোনো প্রাক-যোগ্যতার প্রয়োজন নেই।
সুযোগ-সুবিধা সমূহঃ
- নগদ ক্যাশ, চেক, গিফট কার্ড, বা অন্য নগদ সমতুল্য আকারে অর্থ পুরস্কার।
- আর্থিক পুরষ্কার প্রযোজ্য না হলে একটি টিশার্ট বা সমতুল্য পুরস্কার।
- কিক স্টার্ট রাউন্ডের শীর্ষ প্রতিযোগীকে গুগলে সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ করা হতে পারে।
আবেদনের যোগ্যতাঃ
- আবেদনের সময় অবশ্যই বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
- কিক স্টার্ট এর প্রতি রাউন্ডে অংশগ্রহণের জন্য প্রতি রাউন্ডে আলদাভাবে রেজিস্ট্রেশান করতে হবে।
- প্রতিটি প্রতিযোগিতা ক্রিমিয়া, উত্তর কোরিয়া, কেবেক, এবং সিরিয়া- তে আইন দ্বারা নিষিদ্ধ ঘোষিত। সুতরাং উক্ত স্থানে অবস্থানকারী কেউ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না।
আবেদনের শেষ তারিখঃ ১৫ই মে, ২০২০।
আবেদন লিংকঃ https://codingcompetitions.withgoogle.com/kickstart
প্রয়োজনীয় তথ্য পেতে এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং ফেসবুকে আপডেট পেতে https://www.facebook.com/Alimul.Blog – এই পেজের সাথে যুক্ত থাকুন।
কোনো বিষয়ে প্রশ্ন থাকলে, অবশ্যই কমেন্ট করুন।