সংক্ষিপ্ত বিবরণঃ
বিশ্বের সবচেয়ে বড়, বিজ্ঞানসম্মত এবং কম্পিউটিং নিয়ে গবেষণার জন্য প্রথমেই যে নামটি সবার মনে চলে আসে, সেটিই হচ্ছে দ্য অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (ACM)। ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি রিসার্চ পেপার, জার্নাল, ম্যাগাজিন, আর্টিকেল, বই ইত্যাদি পাবলিশ করে থাকে। এর সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। কম্পিউটার প্রকৌশলী হিসেবে যারা পড়াশোনা বা গবেষণারত আছে, ACM সম্পর্কে তারা খুব ভালোভাবেই জানে।
সম্প্রতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ক্লাসগুলো অনলাইনের মাধ্যমে পরিচালনা করলেও, এক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হচ্ছেন গবেষকেরা। বাসায় বসেও যাতে নতুন কিছু শেখা এবং গবেষণার কার্যক্রম যাতে চালু রাখা যায়। সেই লক্ষ্যে ACM তাদের ডিজিটাল লাইব্রেরির সম্পূর্ণ আক্সেস ১ মাসের জন্য উন্মুক্ত করে দিয়েছে।
রিসার্চ পেপার, জার্নালসহ সকল রিসোর্সগুলো ফ্রীতে PDF আকারে ডাউনলোড করে নিতে পারবেন।
রিসোর্সঃ
- রিসার্চ পেপার
- ম্যাগাজিন
- আর্টিকেল
- বই
- কনফারেন্স
- প্রোসিডিংস
- সিগস (SIG’s)
আক্সেস থাকবেঃ ৩০ জুন, ২০২০ পর্যন্ত।
লাইব্রেরীর লিংকঃ https://dl.acm.org/
ভিডিও টিউটোরিয়ালঃ
প্রয়োজনীয় তথ্য পেতে এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং ফেসবুকে আপডেট পেতে https://www.facebook.com/Alimul.Blog – এই পেজের সাথে যুক্ত থাকুন।
কোনো বিষয়ে প্রশ্ন থাকলে, অবশ্যই কমেন্ট করুন। শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন।