সংক্ষিপ্ত বিবরণ:
জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি) – উন্নয়নশীল দেশের স্নাতকদের জন্য প্রায় সকল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী নেওয়ার সুযোগ দিচ্ছে। জার্মানিতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রী অর্জনের জন্যে আবেদনকারীর ২ বছরের পেশাদার অভিজ্ঞতা থাকতে হবে।
যেসব বিষয়ে ডিগ্রি গ্রহণে এই অনুদান দেয়া হবে সেগুলো নিম্নরূপ: ( মাস্টার্স / পিএইচডি )
- অর্থনৈতিক বিজ্ঞান / ব্যবসায় প্রশাসন / পলিটিক্যাল ইকনোমিকস
- ডেভলপমেন্ট কো-অপারেশন
- ইঞ্জিনিয়ারিং
- গণিত
- আঞ্চলিক ও নগর পরিকল্পনা
- কৃষি ও বন বিজ্ঞান
- প্রাকৃতিক ও পরিবেশ বিজ্ঞান
- মেডিসিন এবং জনস্বাস্থ্য
- সামাজিক বিজ্ঞান
- শিক্ষা এবং আইন
- মিডিয়া স্টাডিজ
সম্পূর্ণ তালিকা দেখুনঃ
সুযোগ-সুবিধাঃ
- স্নাতকদের জন্য ৮৫০ ইউরো , ডক্টরাল প্রার্থীদের জন্য ১,২০০ ইউরো মাসিক ভাতা প্রদান।
- স্বাস্থ্যবীমা, দুর্ঘটনা এবং ব্যক্তিগত দায়বদ্ধতা বীমা প্রদান।
- ভ্রমণ ভাতা।
বৃত্তির সময়কালঃ
মাস্টার্সের জন্য ১২ থেকে ২৪ মাস (নির্দিষ্ট প্রতিষ্ঠানের উপর নির্ভর করে), এবং পিএইচডি – এর জন্য ৩৬ মাস।
আবেদনের যোগ্যতাঃ
- উন্নয়নশীল দেশের সরকারী, বেসরকারী সংস্থার হয়ে প্রযুক্তি, অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রের বিকাশশীল নীতিমালার উপর জোর দিয়ে নির্দেশনা এবং প্রকল্পগুলির পরিকল্পনা এবং বাস্তবায়নে যারা নিযুক্ত রয়েছে।
- ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রীধারী।
- অসাধারণ একাডেমিক ফলাফল এবং আদর্শভাবে কমপক্ষে দুই বছর সম্পর্কিত পেশাদার অভিজ্ঞতার প্রথম ডিগ্রী (স্নাতক) এর সাথে একাডেমিক ডিগ্রি সম্পন্ন করেছে।
- শিক্ষাগত ডিগ্রির বয়স সাধারণত ছয় বছরের বেশি হওয়া উচিত নয়।
- জার্মান ভাষায় পড়াশোনার জন্যঃ ( ৬ মাসের জার্মান ভাষা কোর্স অন্তর্ভুক্ত )- কোর্স শুরু করার আগে অবশ্যই DSH 2 অথবা TestDaF 4 ভাষা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে হবে। আবেদন করার পূর্বশর্ত হিসেবে আপনাকে জার্মান ভাষায় কমপক্ষে B1 লেভেলের দক্ষতা সম্পন্ন হতে হবে এবং আবেদনের সময় সার্টিফিকেটর দেখাতে হবে।
- ইংরেজি ভাষায় পড়াশোনার জন্যঃ IELTS ( ব্যান্ড স্কোর – ৬ ) অথবা TOEFL ( সর্বনিম্ন স্কোর : ৫৫০ পেপার বেজড , ২১৩ কম্পিউটার বেজড , ৮০ ইন্টারনেট বেজড )।
আবেদন নির্দেশিকাঃ
আবেদন অবশ্যই সরাসরি সংশ্লিষ্ট কোর্সে করতে হবে । আবেদনের পদ্ধতি, আবেদনের সময়সীমা এবং জমা দেওয়ার জন্য নথিগুলির জন্য দয়া করে সংশ্লিষ্ট কোর্সের ওয়েবসাইটগুলি দেখুন।
আমার যত প্রশ্নঃ
https://www2.daad.de/medien/deutschland/stipendien/formulare/epos_faq_en.pdf
আবেদনের শেষ তারিখঃ
বিভিন্ন কোর্সের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডেডলাইন দেওয়া রয়েছে। তবে এপ্রিল থেকে অক্টোবর এর মধ্যে ডেডলাইন রয়েছে। নিচের PDF ফাইলে সব কোর্সের ডেডলাইন দেওয়া রয়েছে। যার যার সাবজেক্ট অনুযায়ী দেখে নেবেন।