সংক্ষিপ্ত বিবরনঃ
ফিউচারলার্ন বিশ্বের অন্যতম সেরা ডিজিটাল শিক্ষার একটি প্ল্যাটফর্ম। যুক্তরাজ্যের দ্য ওপেন ইউনিভার্সিটি এবং সেক লিমিটেড এর যৌথ মালিকানাধীন, ফিউচারলার্ন ২০১২ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়।
সম্প্রতি করোনা ভাইরাসের প্রকোপের কারণে ফিউচারলার্ন, তাদের সহযোগী ৭টি বিশ্ববিদ্যালয়ের এবং একটি সংস্থার ৩৩টি অনলাইন কোর্স সম্পূর্ণ ফ্রী করে দিয়েছে। এদের মধ্যে রয়েছে King’s College London, Monash University, University of Michigan, University of Edinburgh, University of Melbourne, University of Leeds, London School of Hygiene & Tropical Medicine এবং Wellcome Genome Campus সংস্থা। করোনার ভাইরাসের এই মহামারীতে সবার ঘরে থাকা নিশ্চিত করতে এবং অবসর সময়ে সবাই যেন নিজের দক্ষতা বৃদ্ধি করতে পারে, সেই লক্ষ্যেই কোর্সগুলো ফ্রী করে দিয়েছে সংস্থাটি।
কোর্স সমূহঃ
King’s College London:
- Introduction to Nursing: The Role of Nurses Around the World
- Introduction to Business Management
- Basic English 1: Elementary
- Basic English 2: Pre-Intermediate
- English for Healthcare
Monash University:
- Introduction to Psychology: The History and Science of Psychology
- Introduction to Psychology: Developmental Psychology
- Introduction to Psychology: The Psychology of Learning
- Introduction to Psychology: Biological Psychology
- Introduction to Psychology: Sensation and Perception
- Introduction to Psychology: The Psychology of Personality
London School of Hygiene & Tropical Medicine:
University of Michigan:
University of Edinburgh:
University of Melbourne:
University of Leeds:
- Computer Programming for Everyone
- Communication and Interpersonal Skills at Work
- Presenting Your Work with Impact
- Collaborative Working in a Remote Team
- Create a Social Media Marketing Campaign
- How to Create Great Online Content
- Create a Professional Online Presence
- Creating a Great User Experience for Mobile Apps
- Learn to Code for the Web
- Learn about Current Digital Workplace Trends
- Wellbeing and Resilience at Work
- Essential Skills for your Career Development
Wellcome Genome Campus:
- Bacterial Genomes: Accessing and Analysing Microbial Genome Data
- Bacterial Genomes: Antimicrobial Resistance in Bacterial Pathogens
- Bacterial Genomes: From DNA to Protein Function Using Bioinformatics
- What is Genetic Counselling?
- Bacterial Genomes: Comparative Genomics using Artemis Comparison Tool (ACT)
- Bacterial Genomes: Disease Outbreaks and Antimicrobial Resistance
বিঃদ্রঃ ওয়েলকাম জিনোম ক্যম্পাস, ইংল্যান্ডের ক্যামব্রিজশায়ারে অবস্থিত একটি গবেষণা ক্যাম্পাস। জিনোমিক্স এবং বায়োইনফরমেটিক্স নিয়ে এই সংস্থাটি গবেষণা করে থাকে।
পছন্দের কোর্সটিতে এনরোল করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ ১ঃ প্রথমেই ওপরের কোর্স লিস্ট থেকে আপনার পছন্দের কোর্সে ক্লিক করুন, এটা সরাসরি আপনাকে কোর্স পেজে নিয়ে যাবে। এখানে কোর্সের সমস্ত তথ্য দেওয়া আছে। এখান থেকে বাম পাশের “Join Now” – এ ক্লিক করুন।

ধাপ ২ঃ Join Now – এ ক্লিক করার পর এটি আপনাকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। আগে থেকেই যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগইন করুন। অন্যথায়, তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করুন।

ধাপ ৩ঃ রেজিস্টারে ক্লিক করার সাথে সাথেই আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন মেইল যাবে।

ধাপ ৪ঃ এবার আপনার ইমেইলে পাঠানো মেইলটি ওপেন করুন এবং “Confirm your email address” – এ ক্লিক করুন।

ধাপ ৫ঃ ইমেইল ভেরিফিকেশন হয়ে গেলে, আপনার কোর্স পেজটি ওপেন হয়ে যাবে।

ধাপ ৬ঃ কোর্স পেজে আপনার কোর্স কারিকুলাম দেখতে পাবেন।

ধাপ ৭ঃ আপানার কাজ শেষ, এবার কোর্সটি নতুন কিছু শিখুন এবং দক্ষতা বৃদ্ধি করুন।

আপনার প্রয়োজনীয় তথ্য পেতে এই ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং ফেসবুকে আপডেট পেতে https://www.facebook.com/Alimul.Blog – এই পেজের সাথে যুক্ত থাকুন।